ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


সুন্দরবনের খাল থেকে মিলল বাঘের লাশ


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫১

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় মৃত রয়েল বেঙ্গল টাইগারের দেহ উদ্ধার করেছে বন বিভাগ। সুন্দরবন বিভাগ জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালি এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করে জানান, বাঘটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘ ছিল। কি কারণে এই রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তার সঠিক কারণ জানতে ময়না তদন্ত প্রয়োজন। এ জন্য মঙ্গলবার সকালে শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণিসম্পদ চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালি বন অফিসে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। অন্য অংশ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top