ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩ ২০:১৪

আপডেট:
৩ মে ২০২৪ ২২:০০

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপজেলা বিভিন্ন এলাকার ১৬শ জন কৃষকদের মাঝে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top