ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সৈয়দপুরের পুরুষের পাশাপাশি কদর বাড়ছে নারী শ্রমিকদের


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৩৬

সৈয়দপুরে কদর বাড়ছে নারী শ্রমিকদের

পুরুষের পাশাপাশি সৈয়দপুরের নারীরাও এখন সমানতালে কাজ করছেন খেত-খামারে। কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কম থাকা এবং মজুরি কম হওয়ায় দিনদিন তাদের কদর বাড়ছে।

উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জমিলা, সালেহাসহ একাধিক শ্রমিক জানান, পুরুষের সমান কাজ করলেও আমাদের কম মজুরি দেওয়া হয়। কামারপুকুর ইউনিয়নের কৃষক আজাদ বলেন, এখন নারী শ্রমিক পাওয়াটাও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন পুরুষ শ্রমিককে ৩০০ টাকা আর নারী শ্রমিককে ২০০ টাকা দিতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নারী শ্রমিকরা খেতের কাজে পারদর্শী হয়ে উঠলেও এখনো তারা কম মজুরি পাচ্ছেন।


বিষয়: কৃষি



আপনার মূল্যবান মতামত দিন:

Top