ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ধুনটে ৬৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আগাম চাষ


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৪

আপডেট:
৩ মে ২০২৪ ২২:৫৭

বগুড়ার ধুনটে ৬৬০ হেক্টর কৃষি জমিতে শীতকালীন সবজির আগাম চাষ হয়েছে। বেশি লাভের আশায় মৌসুমের আগেই আগাম সবজির চাষাবাদ করছেন অনেক কৃষক।

সরোজমিনে দেখা যায়, কুয়াশা ভেজা শীতের শুরুতেই বাজারে সবজির চাহিদা পূরণ করতে জমিতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা। পোকার উপদ্রব ও বালাই দমনে কৃষি ফসলের বাড়তি পরিচর্যা করছে চাষিরা।

উপজেলার চিকাশী গ্রামের মরহুম আজা আকন্দের ছেলে বেল্লাল হোসেন ১৬ শতাংশ জমিতে শীতকালীন আগাম ফসল হিসেবে লাউ চাষ করেন। সঠিক পরিচর্যা পেলে সবজি ফসলে ভালো লাভবান হওয়া সম্ভব বলেও জানান তিনি।

একই এলাকার কৃষক নুরুল হুদা জানান, গত বছরের চেয়ে চলতি মৌসুমের আগাম চাষে পোকার উপদ্রব কিছুটা বেশি। তবে ফলন ভালো হওয়ায় অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচর্যা ও এলাকা ভিত্তিক মাটি ভেদে ফসলের গুণগতমানের অনেকটা পার্থক্য দেখা দেয়।

তিনি আরো জানান, গত বছর জমির উর্বর ক্ষমতা কম থাকায় টমেটোর ফলন বেশি হলেও গাছের পুষ্টিগত সমস্যা দেখা দিয়েছিল। চলতি মৌসুমে ফলন কম হলেও মাটির উর্বরতা ক্ষমতার কারণে পুষ্টিগত সমস্যা নেই। যার ফলে টমেটোতে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষক রবিউল হাসান জানান, আগাম চাষে শীতকালীন অন্যান্য সবজির চেয়ে বেগুনে পোকার উপদ্রব গত বছরের চেয়ে তুলনামূলক বেশি। কীটনাশক ব্যবহারে পোকার উপদ্রব থেকে কিছুটা রক্ষা পেলেও জমিতে বৃষ্টির পানি জমায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়। গাছ বেড়ে ওঠার সাথে সাথে গাছের গড়ায় সূর্যের আলো প্রবেশ করতে না পারায় শেওলার সৃষ্টি হয়। যার ফলে কয়েক দিন পর পর নিড়ানি পদ্ধতিকে বাড়তি কাজ হিসেবে মাটি পাতলা করে দিতে হয়।

ধুনট উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ৬৬০ হেক্টর জমিতে শীতকালীন আগাম চাষ হয়েছে। যার মধ্যে মাসকালাই ৭০ হেক্টর, মরিচ ১৪৪, টমেটো ৬২, লাউ ৬৭, বেগুন ৩১, বাঁধা কপি ৮, ফুল কপি ২৫, ডাটা শাক ১৮, লাল শাক ২৭, পালন শাক ২২, শিম ৮৯ ও অন্যান্য ৯৭ হেক্টর।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top