ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


‘ইশা’র আঘাতে যুক্তরাজ্যে ভোগান্তি


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১৭:৫৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০০:১৯

ভারী বৃষ্টিপাত ও প্রচন্ড বাতাস নিয়ে শক্তিশালী ঝড় ’ইশা’র বয়ে যাচ্ছে যুক্তরাজ্যের ওপর দিয়ে। কোনো কোনো অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত উঠছে।

উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে হাজার হাজার মানুষ ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

শুধু তাই নয়! ইশার প্রভাবে গতকাল রোববার স্কটল্যান্ডের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইংল্যান্ডের কিছু স্থানেও গণপরিবহন বন্ধ হয়ে যায়। উড়োহাজাজের অনেক ফ্লাইট বাতিল করা হয়, অনেকগুলো দেরি হয়। এতে করে পরিবহন পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।

’ইশা’র কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

উত্তর স্কটল্যান্ডের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ দিয়েছিল আবহাওয়া দপ্তর। এরপর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে শক্তিশালী ঝোড়ো বাতাসের জন্য ‘অ্যাম্বার সতর্কতা’ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ অব্যাহত রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের পর ঈশা নবম ঝড়।




আপনার মূল্যবান মতামত দিন:

Top