ঢাকা মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


শীত আরও বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ১৮:০৯

আপডেট:
৭ মে ২০২৪ ১২:০২

তীব্র শীত চলছে দেশের বেশিরভাগ এলাকায়ই। গতকাল ২১ টি জেলায় ছিল শৈতপ্রবাহ। আজকে ২২টি জেলায় মৃদু শৈতপ্রবাহ চলছে। এর আগে কখনো শীতকালে এমন অবস্থা হয়নি। এরকম পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার দিনের প্রথম ভাগে শৈতপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছাতে পারে। যার অর্থ, শীতের তীব্রতা আরও বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে পুরো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এখন মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে । এর পাশাপাশি একই ধরনের আবহাওয়া বিরাজ করছে আরও ছয় জেলা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জে। শৈতপ্রবাহ আজও থাকবে এবং তাপমাত্রা আরও কমে আসবে। তবে আজ রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়বে।

ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকে কমে ১১ তে নেমেছে। এবার শীত মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা এটি। গতকাল সকাল থেকেই ঢাকায় তীব্র শীত অনুভূত হয়েছে। ভোরের দিকে বেশ কুয়াশাও ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুটি স্থানে— নওগাঁর বদলগাছী ও দিনাজপুরে। এই দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জ ও চুয়াডাঙায় ৬.৬ রেকর্ডকরা হয়েছে।

নওগায় তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে খেটে খাওয়া মানুষ বেশি সমস্যায় পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে এখন মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে পুরো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ৮ দশমিক ২ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা (সর্বনিম্ন) ছিল টাঙ্গাইল; নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা এবং কুড়িগ্রামের রাজারহাটে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল মাদারীপুর, কিশোরগঞ্জের নিকলী, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়া, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা ও যশোরে। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আর ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবার শীত মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এটি। গতকাল সকাল থেকেই ঢাকায় তীব্র শীত অনুভূত হয়েছে। ভোরের দিকে বেশ কুয়াশাও ছিল। দুপুরের দিকে রোদের দেখা পাওয়া গেলেও তাতে উত্তাপ ছিল না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গতকালের মতো আজও ঢাকার দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। সারা দেশেও আজ দিনের তাপমাত্রা বাড়বে না।

আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
তীব্র শীতের কারণে দেশের কিছু কিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে নাটোর জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়; নীলফামারীর সৈয়দপুরের সব প্রাথমিক বিদ্যালয় এবং বগুড়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ছিল। এসব এলাকায় শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে।

শীতের তীব্র অনুভূতির মধ্যেই বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তিনি জানান, বৃষ্টির সময় শীতের তীব্রতা কমে আসবে। তবে বৃষ্টি ও মেঘ কেটে গেলে শীতের তীব্রতা আবার বাড়বে।

 




আপনার মূল্যবান মতামত দিন:

Top