ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


তাপ প্রবাহ বইছে দেশ জুড়ে


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ০২:১৮

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ১৬:৫৯

ফাইল ছবি

দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার থেকে শুরু হয়েছে এই তাপ প্রবাহ। দিনের দৈর্ঘ্য বৃদ্ধি, আকাশে মেঘের অনুপস্থিতি এবং বৃষ্টি না হওয়া; তাপ প্রবাহের কারণ। ইতোমধ্যে দেশের সব বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

 আগামী দু'দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ-বৃষ্টির অভাবে তাপ প্রবাহের মাত্রা ও বিস্তৃতি বাড়তে পারে। বিশেষ করে দক্ষিন-পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল, পশ্চিমের রাজশাহী এবং মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে তাপ প্রবাহ বেশি অনুভূত হতে পারে।

এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেঃ থেকে বেড়ে ৩৮ ডিগ্রী সেঃ এ পৌছলে, মাঝারি তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনা বিভাগে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top