ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে নিহত ৫


প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪ ২০:৩৫

আপডেট:
২ মে ২০২৪ ১৩:১২

কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অবস্থা লন্ডভন্ড। ঝড়ের তাণ্ডবে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও শতা শত মানুষ। আহতদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় রোববার বিকেলে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় অন্তত দুই শ ঘরবাড়ি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও দুই থেকে তিন দিন বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় রোববার বিকেলে হঠাৎ ভয়াবহ রূপ নেয় ঝড়। প্রায় ৩০ মিনিট ধরে চলে তাণ্ডব। এতে লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা।

প্রশাসন বলছে, ঝড়ের কারণে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই হাজার মানুষ। গাছ উপড়ে পড়ার কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। অনেক জায়গার বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় অনেক মানুষকে। উদ্ধার অভিযানে নামে দমকলকর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এদিকে দুর্যোগ পরিস্থিতি দেখতে রোববার রাতে জলপাইগুড়িতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।




আপনার মূল্যবান মতামত দিন:

Top