ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


শক্তিশালী ঝড় ইয়ানে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ০২:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:২৪

 

হারিকেন ইয়ান, যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। শনিবার মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যাওয়ায়, রাষ্ট্রপতি জো বাইডেন সপ্তাহের শেষের দিকে ধ্বংসযজ্ঞের পরিমাণ দেখতে ফ্লোরিডা যাচ্ছেন।

উদ্ধারকারীরা এখনো ডুবে যাওয়া এলাকায় এবং রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

বুধবার ইয়ান যখন একটি শক্তিশালী ৪ মাত্রার হারিকেন হিসাবে তীরে আঘাত করে তখন বাড়ি, রেস্তোরাঁ এবং ব্যবসাকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লোরিডা মেডিক্যাল এগজামিনারস কমিশন শনিবার গভীর রাতে বলেছে, ঝড়ে মৃত্যুর সংখ্যা ৪৪ এ উন্নীত হয়েছে। তবে বিভিন্ন কাউন্টি থেকে মৃত্যুর খবর এখনও প্রকাশিত হচ্ছে- যা অনেক বেশি সংখ্যার ইঙ্গিত করে। লি কাউন্টি একাই ৩৫টি মৃত্যুর খবর দিয়েছে।

উপকূলীয় রাজ্য নর্থ ক্যারোলাইনার গভর্নরের অফিস সেখানে ঝড়ে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বাইডেন ও তার স্ত্রী জিল বুধবার ফ্লোরিডা সফর করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে টুইট করে জানিয়েছেন।

সম্পত্তি বিশ্লেষণে বিশেষজ্ঞ একটি সংস্থা কোরলজিকের একজন প্রতিনিধি টম লারসেন বলেন, ‘হারিকেন অ্যান্ড্রু ১৯৯২ সালের আঘাতের পর এটিই সবচেয়ে ব্যয়বহুল ফ্লোরিডা ঝড়।’

মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আরো গুরুতর আবহাওয়া সংক্রান্ত দুর্ঘটনা ঘটছে, বিজ্ঞানীরা বলছেন।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top