ঢাকা রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৬ই আশ্বিন ১৪৩০


প্রবল তুষারপাত ও ঝড়ে যুক্তরাষ্ট্রের হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৯

আপডেট:
১ অক্টোবর ২০২৩ ০০:৪৯

 

প্রচণ্ড ঝড় ও তুষারপাতের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার তুষারপাত ও ঝড় শুরু হবার আগেই পাঁচটি উপকূলীয় অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
নর'ইস্টার নামের এই প্রবল তুষারপাত ও ঝড়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত বরফ জমেছে। শনিবার রাতে এ রাজ্যের ৮০ হাজার বাড়িতে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার বোস্টন শহরে বরফ পড়েছে ২৩ ইঞ্চি পর্যন্ত। এর আগে মাত্র একবারই একদিনে এই পরিমাণ বরফ পড়েছিল। নিউইয়র্ক শহরে কোথাও কোথাও ২ ফুট পর্যন্ত বরফ জমেছে। এছাড়া প্রবল তুষার-ঝড়ের সাথে সাথে ম্যাসাচুসেটস ও নিউইয়র্কে উপকূলীয় বন্যা শুরু হয়েছে। সবাইকে ঘরে থাকতে এবংরাস্তায় বের হওয়ার খুব প্রয়োজন হলে প্রচণ্ড ঠাণ্ডায় বেঁচে থাকার সামগ্রী রাখতে বলা হয়েছে।

স্থানীয় ভাষায় এ ধরনের ঝড়কে 'বম্ব সাইক্লোন' বলা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস বলেছে, এই ঝড়টির সময় 'বম্বোজেনেসিস' নামে একটি প্রক্রিয়া ঘটেছে - ফলে সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সাথে ঠাণ্ডা বাতাস মিশে যায় এবং তাতে বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত নেমে যায়।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top