ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:০১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। পরে এ সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরস দ্বীপের উত্তরে। স্থানীয় সময় আজ সকালে এ ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

স্থানীয় বাসিন্দা নূরাইনি বলেন, ‘ভূমিকম্পের সময় আমি ফাঁকা মাঠে ছিলাম। লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল। আমার এখনো ভয় লাগছে।’

ইস্ট ফ্লোরস জেলার প্রধান অ্যান্টনিয়াস হুবার্টাস গেগে হ্যাজন জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের এলাকাগুলো এখনো নিরাপদ আছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে উপকূল থেকে নিরাপদ দূরে থাকতে আহ্বান জানিয়েছে।

সূত্রঃ প্রথম আলো 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top