ঢাকা শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১


ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩০


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৫

আপডেট:
৮ নভেম্বর ২০২৪ ১৫:১৬

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ। এতে অন্তত ২৪ জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এতে আরও জানানো হয়, ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

অনেক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ।

ইরনা নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে, রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে কমপক্ষে ৬৯ জন গ্যাস লিক হওয়ার সময় খনির একটি টানেলে কাজ করছিলেন।

রাষ্ট্রীয় টিভিটি পরে আরও জানায়, ২৪ জনকে ভেতরে আটকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে, বেঁচে ফেরা অন্য ২৮ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইরানের নতুন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আটকে পড়াদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের খনি শিল্পে এটাই প্রথম বিপর্যয় নয়। ২০১৭ সালে, একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল। ২০১৩ সালে দুটি পৃথক খনির দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে কয়েকটি ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত হয়েছিল।




আপনার মূল্যবান মতামত দিন:

Top