ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


দ্বিতীয় বার কমেছে চীনের জনসংখ্যা


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৫

আপডেট:
৬ মে ২০২৪ ২৩:২৩

এক সময় বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ছিল চীন।

এক সময় বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ চীনের মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জন্য ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ২০২২ সালে প্রথমবার চীনের মোট জনসংখ্যা হ্রাস পায় এবং তা প্রতিবেশী ভারতের চেয়ে কমে যায়। সাত দশকের মধ্যে প্রথমবার দেশটির মোট জনসংখ্যা হ্রাসের ঘটনা ছিল সেটি।

বিবিসি জানায়, বুধবার দেশটির সরকার জনসংখ্যা বিষয়ে নতুন যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেখানে দেখা গেছে, ২০২৩ সালের শেষে চীনের মোট জনসংখ্যা ১০০ কোটি ৪০ লাখ ৯০ হাজার। ২০২২ সালের চেয়ে যা ২০ লাখ ৮ হাজার কম।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জনসংখ্যা হ্রাসের পরিমাণ দ্বিগুণ বলেও জানানো হয়েছে।

জন্মহার রেকর্ড পরিমাণ কমে যাওয়া এবং শহুরে শ্রেণীর বিস্তারের কারণে চীনের মোট জনসংখ্যা হ্রাস পাওয়া অনেকটা প্রত্যাশিত ছিল বলেই মনে করেন বিশেষজ্ঞরা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top