ঢাকা বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩, ১৩ই আশ্বিন ১৪৩০


বৃষ্টি হতে পারে আরও তিন থেকে চার দিন


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ০৭:৪৩

আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:০০

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে।  আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৫টি অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top