ঢাকা শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৫ই আশ্বিন ১৪৩০


দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত


প্রকাশিত:
৩১ মে ২০২২ ০৯:৫৫

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৩

 

দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সোমবার (৩০ মে) জানিয়েছে আবহাওয়া অফিস।

অধিদপ্তর জানিয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের বেশির ভাগ স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top