ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর তুষারঝড়ের আঘাত, বোম্ব সাইক্লোনের শঙ্কা


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২২ ০০:৪৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:৫১

তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বোস্টন শহরের মেয়র মিশেল উ বলেছেন, আসন্ন ঝড়টি 'ঐতিহাসিক' হতে পারে। ঝড়ের তীব্রতার কথা বিবেচনা করে দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এতো দ্রুত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। বলা হচ্ছে, এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা 'বোম্ব সাইক্লোন' হিসেবে পরিচিত।

দেশটির পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এসব এলাকায় শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে, এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।

দেশটির আবহাওয়া কর্মকর্তারা পূর্ব উপকূল জুড়ে বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। পূর্বাভাস বলা হয়েছে, নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে বোস্টন অঙ্গরাজ্য ৬১ সেন্টিমিটার পুরু বরফের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top