ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৭ই চৈত্র ১৪৩১


বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারায় তুষারপাত


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২২ ১২:১৪

আপডেট:
২০ মার্চ ২০২৫ ১৪:৩০

 

জানুয়ারি মানেই ভরা শীত। ফলে বিশ্বের বহু দেশেই ঠাণ্ডা নেমে আসে। কোথাও কোথাও তুষারপাতও হয়। তা বলে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমিতে তুষারপাত! এটাও সম্ভব? হ্যাঁ এটাই হয়েছে। সম্প্রতি বরফের চাদরে মুড়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারাতে। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে আফ্রিকা এবং মধ্য-প্রাচ্যের কোনও কোনও জায়গার তাপমাত্রা।

সম্প্রতি বরফের চাদরে ঢাকা সাহারার ছবি ধরা পড়েছে আলোকচিত্রী করিম বউচিটাটার ক্যামেরায়। আফ্রিকার উত্তরে প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল এলাকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা। সম্প্রতি এর এইন সেফরা অঞ্চলে তুষারপাত হয়।

এইন সেফরা সমুদ্রতল থেকে এক হাজার মিটার উপরে অবস্থিত। আলজেরিয়া-মরোক্ক সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের চারদিকে রয়েছে অ্যাটলাস পর্বত। সম্প্রতি সেখানকার রাতের তাপমাত্রা নেমে গিয়েছে -২ থেকে -৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে মরুভূমির বালি ঢাকে সাদা বরফের চাদরে।

গত ৪২ বছরে এ নিয়ে ৫০ বার সাহার মরুভূমিতে তুষারপাতের ঘটনা ঘটেছে। প্রথমবার ১৯৭৯ সালে বরফের চাদরে ঢেকেছিল সাহারা।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top