ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১

পর্যটক বাড়ায় জাপানে চালের মজুদ কমেছে


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৪ ২০:৩৬

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৭

চলতি শতাব্দীতে জাপানে চালের মজুদ রেকর্ড পরিমাণ কমেছে। দেশটির কৃষি, বন ও মৎস্যসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত জুনে বেসরকারি কম্পানিগুলোর গুদামে (ইনভেন্টরি) চালের পরিমাণ কমে দাঁড়ায় ১.৫৬ মিলিয়ন টন। এক বছর আগের তুলনায় যা ২০ শতাংশ কম। ১৯৯৯ সালের পর মজুদ কখনো এতটা কমেনি।

গত বছর তীব্র গরমে শস্যের উৎপাদন ব্যাহত হয়। ১২৫ বছরের ইতিহাসে ২০২৩ সালের সেপ্টেম্বর ছিল সবচেয়ে বেশি গরম মাস।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা হিরোশি ইতাকুরা বলেন, ‘গুদামে চালের মজুদ কমে যাওয়ার আরেকটি কারণ ছিল পানির সংকট। গত বছর গরমের কারণে পানির সংকট দেখা দিয়েছিল।

ফলে ধানের উৎপাদন কম হয়। বিদেশি পর্যটক বেড়ে যাওয়াতেও চালের চাহিদা বেড়েছে। তবে চালের কোনো সংকট দেখা দেবে না বলে জানান তিনি।

তবে মজুদ কমে যাওয়ায় ৩০ বছরে চালের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।

কিছু কিছু সুপারশপ দাম আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া চাল কেনার পরিমাণও নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেপ্টেম্বরে নতুন ধান তোলার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top