মাটির গর্তে মিলল ১ লাখ ৭০ হাজার ইয়াবা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাটির নিচে লুকায়িত ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৪ জুলাই রোববার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউপির ফুলের ডেইল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ডেইল নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ইয়াবা মাটির নিচে লুকায়িত রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় তিনটি নতুন গর্তের চিহ্ন পরিলক্ষিত হলে গর্তগুলো খনন করে তিনটি প্লাস্টিকের প্যাকেট থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, চোরাকারবারীদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: