ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


বন্যার পানি নেমে আসছে মধ্যাঞ্চলের নদ-নদীতে


প্রকাশিত:
২২ মে ২০২২ ০৩:১৪

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ১৭:৪৯

বন্যার পানির তোড়ে ভেঙ্গে গেছে বাঁধ

বাংলাদেশের উজানে ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তবে উজানে বন্যার পানি নেমে আসায়, মধ্যাঞ্চলের নদ-নদী পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ২১ মে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গঙ্গা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে এবং এ অবস্থা একদিনের বেশি সময় অব্যাহত থাকতে পারে।

সিলেটের সুরমা-কুশিয়ারা ছাড়া মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানিও বাড়ছে। আর উত্তর-পূর্বে মেঘালয় পাহাড়ের পাদদেশিয় এলাকায় বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায়।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে এ বৃষ্টিতে ওই এলাকায় নদীর পানি বৃদ্ধি ছাড়া বন্যার আশংকা নেই।

পিটিভি/জুআসা/২০২২




আপনার মূল্যবান মতামত দিন:

Top