ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


বরিশালে ১৭টি কচ্ছপসহ আটক ব্যবসায়ী


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১৯:৩৯

আপডেট:
৪ মে ২০২৪ ০২:০৩

বরিশালের আগৈলঝাড়ায় ১১টি কচ্ছপ সহ এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে নিষিদ্ধ কচ্ছপ বিক্রির জন্য আনা হয়। খবর পেয়ে ওই বাজারে বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয় মোল্লা পাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে ১৭টি (১৫ কেজি) কচ্ছপ সহ আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ধারা অনুযায়ী কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ভূমি অফিসের নাজির সোহেল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সুবাস বাড়ৈকে সোমবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান অভিযানে সহায়তাকারী আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মিল্টন মণ্ডল।




আপনার মূল্যবান মতামত দিন:

Top