ঢাকা শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১১ই মাঘ ১৪৩১

লক্ষ্মীপুরের মেঘনায় ভেসে এসেছে মৃত ডলফিন


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ২২:৫৭

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০১:৫০

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে প্রায় ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ১৯ আগস্ট, শনিবার দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী এলাকার মেঘনা নদী থেকে নৌ-পুলিশ ডলফিনটি উদ্ধার করে। প্রায় ৫ ফুট লম্বা এই ডলফিনটি পচন ধরায় মাটিতে পুঁতে ফেলা হয়।

এ সময় রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. রুহুল কবির, উপজেলা লাইভ স্টোক অফিসারের প্রতিনিধি আবদুল কাদের মামুন ও উপজেলা ফরেস্ট অফিসারের প্রতিনিধি মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বলেন, নদীতে ভেসে ওঠা ডলফিনের অধিকাংশই পচা ছিল। এটির সম্মুখের চোয়াল ভাঙা ছিল। এছাড়াও বিভিন্ন অংশের চামড়া পচে খসে পড়েছে।

ধারণা করা হচ্ছে- প্রায় ১০ দিন আগে কোনো নৌযানের পাখার আঘাতে ডলফিনটির চোয়াল ভেঙে যায়। এতে খাবার গ্রহণ করতে না পেরে তার মৃত্যু হয়। বঙ্গোপসাগর রামগতি থেকে কাছেই। সাগরের স্রোতের সঙ্গে নদীতে ভেসে এসেছে ডলফিনটি।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top