ইয়েমেনে ভারি বর্ষণ-বন্যায় ৪০ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোদেইদায় ব্যাপক বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে ৫ জন। ৮ আগস্ট বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তারা।
হোদেইদা প্রদেশটির নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সোম-মঙ্গলবারের ব্যাপক বর্ষণে প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকার ৫ শ’রও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার তৎপরতা।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ বলেছে, বন্যায় হোদেইদা প্রদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাতা দেশ এবং সংস্থাগুলোকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদানের অনুরোধও জানিয়েছে ইউএনওসিএইচএ।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির বর্তমানে জনগণ বর্তমানে চরম দারিদ্র্য ও আর্থিক দুর্দশার মধ্যে দিনযাপন করছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: