ঢাকা বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে নদীর খনন শুরু


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২১

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০৪:১৬

ফাইল ছবি

পরিবেশ টিভি: বহু প্রতীক্ষার পর ময়মনসিংহের গফরগাঁ ও উপজেলার ওপর দিয়ে বয়ে চলা শীলা নদীর পুনর্খনন কাজ শুরু হয়েছে। এদিকে এ নদী খননের খবরে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। শনিবার বিকালে উপজেলার মশাখালী ইউনিয়নের শীলা বাজারে শীলা ব্রিজের কাছে এ নদী খনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

এ উপলক্ষে শীলা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ মেয়াদি সমন্বিত পানি ব্যবস্থাপনার একশ বছর মেয়াদি যুগান্তকারী উদ্যোগ ‘বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ এর কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। এর অংশ হিসেবে শীলা নদী খনন করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার রাওনা গ্রামের রাওনা বিল থেকে নিগুয়ারি ইউনিয়নের ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এ নদী খনন করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এফসি-এ অ্যান্ড কো. জেবি পানি উন্নয়ন বোর্ডের ‘৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন শীর্ষক প্রকল্পের আওতায় ২০ কোটি ৬৫ হাজার টাকা ব্যয়ে এ নদীটি খনন করছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top