ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


আড়তে এলো স্মরণকালের সবচেয়ে বড় ২১০ কেজির কৈবল মাছ


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩ ১৫:৫৫

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৪

খুলনার রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তে এসেছে ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ। সুন্দরবনের দুবলার চরে ধরা পড়া মাছটি আজ ২৭ নভেম্বর, সোমবার সকালে আড়তে আসে।

জানা গেছে, শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুর মিলের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় ক্রয় করে মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন। মাছটি সেখানে ওজন করে দেখা যায় ২১০ কেজি।

ঢাকা, চট্টগ্রামের বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি তাৎক্ষণিক দাম হয় ১ লাখ ৮০ হাজার টাকা। এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ্বাস। তিনি ২ লাখ টাকায় মাছটি বিক্রি করতে চান বলে জানিয়েছেন।

রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হওলাদার জানান, খুলনা মহানগরীতে রূপসা নদীর পাশে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এই আড়ত। সেই থেকে এ পর্যন্ত আড়তে যতো মাছ এসেছে তার মধ্যে এ মাছটি সবচেয়ে বড়।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top